ফরম ফিলাপের কাজ কি
ফরম ফিলাপের কাজ হল কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান এর তথ্য ফরম পূরণ করে তাদের ডেটা বেঁচে সংরক্ষণ করা। তারা নিজে কাজ না করে কর্মীর মাধ্যমে ফর্মে যাবতীয় সঠিক তথ্য পূরণ করে সেগুলো ডাটাবেজে সংরক্ষণ করে। সহজ ভাষায় বলতে গেলে একজন শিক্ষার্থীর পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম পূরণ করার মতই।
ফরম ফিলাপ করে টাকা ইনকাম - টাইপিং করে টাকা ইনকাম
তবে এর মধ্যে ভিন্ন ভিন্ন ধরণ রয়েছে যেমনঃ আয়কর রিটার্ন ফর্ম, পরীক্ষার ফরম, জরিপ ফর্ম, চাকরির ফরম, আবেদনের ফরম, প্রোডাক্ট এর ফর্ম, কোন প্রতিষ্ঠানের ফরম, ব্যাংকের ফর্ম, কোন কিছুর তালিকা ফর্ম। যারা এই কাজগুলো করে তাদের মূলত এই ফর্মগুলো পূরণের সঠিক তথ্য দেওয়া হয় তারা শুধু সে তথ্য গুলো দেখে ফরম পূরণ করেন। এটাই হল ফরম ফিলাপের কাজ।