কিভাবে ফরম ফিলাপ করবেন
ধরুন আপনার কোন বায়োডের সাথে কন্টাক্ট হল, কিন্তু আপনি কিভাবে ফরম ফিলাপ করবেন তা জানেন না। হাজারো ফর্ম ফিলাপের কাজ রয়েছে যেগুলো অনলাইন অথবা অফলাইন এর মাধ্যমে ওয়ার্কারদের দিয়ে করানো হয়। তাই আপনি যে ব্যক্তির ফরম ফিলাপের কাজ করবেন ওই ব্যক্তি আপনাকে কাজ শুরুর পূর্বে বিস্তারিত বুঝিয়ে বলবে।
আপনাকে তাদের নির্দিষ্ট কিছু ফর্ম দেওয়া হবে, ফরমে কোথায় কি লিখবেন, কি কি বিস্তারিত লিখতে হবে সেই তথ্যগুলো আপনাকে সেই ব্যাক্তি দেবে। আপনি শুধু দেখে দেখে অথবা, কোন হাতের লেখা থেকে, ভয়েস থেকে, ভিডিও তথ্য থেকে, স্লিপ অথবা মেমো থেকে শুধু আপনাকে ফর্মে পূরণ করতে হবে।