13 di ·Menerjemahkan

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি যুদ্ধাস্ত্র তৈরির প্রতিষ্ঠান 'রাফায়েল কোম্পানির' কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি 'আয়রন ডোম' আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা হিসেবে পরিচিত।

আজ রোববার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

যুদ্ধাস্ত্রের পাশাপাশি উচ্চ-প্রযুক্তির বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণ করায় সুনাম রয়েছে এই প্রতিষ্ঠানের।

13 jam ·Menerjemahkan

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।

13 jam ·Menerjemahkan

লজ্জাপতি গাছ, যার বৈজ্ঞানিক নাম Mimosa pudica, আমাদের দেশে লজ্জাবতী বা লাজুক লতা নামেও পরিচিত। এই গাছটি মূলত একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এর পাতা স্পর্শ করলে সঙ্কুচিত হয়ে যায়। এটি দেখে অনেকেই কৌতূহলী হন, কিন্তু এই গাছের মধ্যে রয়েছে অসাধারণ ঔষধি গুণ। আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় লজ্জাপতির ব্যবহার বহু পুরনো।

image
16 jam ·Menerjemahkan

প্যরা নাই চিল 😎আকাশের রং নীল😁বিয়ের পর আমি মার্কেট করবো😊😊আমার বউ দিবো বিল 😁😁না দিলে ধইরা দিমু কিল😁😁

19 jam ·Menerjemahkan
প্যরা নাই চিল 😎আকাশের রং নীল😁বিয়ের পর আমি মার্কেট করবো😊😊আমার বউ দিবো বিল 😁😁না দিলে ধইরা দিমু কিল😁😁
20 jam ·Menerjemahkan

একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা
আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের
একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর
অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা
সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি
একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’