ড. ইউনূস বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনে তার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। সেই লক্ষ্য পূরণ করতে না পারলে তার বর্তমান পদে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে কী না, সেটা জানতে চান তিনি।
প্রধান উপদেষ্টার আবেগের বিষয়টি সবাই মেনে নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এক-দুই দিন সময় নেওয়ার অনুরোধ করেন উপদেষ্টারা।
তবে সরকারি বাসভবনে ফিরেও নিজের অবস্থানে অটল ছিলেন ড. ইউনূস। ইতোমধ্যে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সামাজিক মাধ্যমে নিরবচ্ছিন্ন বার্তায় জল্পনাকল্পনার মাত্রা বাড়তে থাকে।
MD Jahangir
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?