জীবনে এমন এক পর্যায়ে আছি কোনোকিছুতে মুন বসাতে পারি নাহ। সব সময় মনটা কেমন উদাসীন হয়ে থাকে। আনন্দে হাসতে ভালো লাগেনা, দুঃখে কাঁদতে ভালো লাগে না। কাছের কাউকে নিজের ব্যাপারে কোন কিছু বলতে ভালো লাগে নাহ৷ বুকের মধ্যে কেনম শূন্য শূন্য অনুভূতি,,
ধৈর্য ধরতে ধরতে শেষ 💔🥺চোখে ভেসে ওঠে আজও সেই পুরোনো দিনের হাসি মাখা মুখ।,🕊️
আজ বিকেলেও মিস করি খুব করে।।।
আর কখনো ফিরে আসবে না ওই দিন গুলো।।
হুম,আমিই হলাম তোর বিরহে কাঁদতে থাকা এক.......!❤️🩹
প্রতিটা মুহূর্ত এক টুকরা কালের গল্প হয়ে জরিয়ে থাকে।।....😅
কিছু প্রশ্ন ফিরে আসে যার কোনো উত্তর থাকে না।🕊️
শেষ বিকেলে সবাই হারিয়ে যাই।।। বলতে গেলে,প্রিয় মানুষ গুলাই বেশি।🦋।কি অদ্ভুত অনুভুতি, যেন এক অজানা বাস্তবতার দরজায় দারিয়ে থাকা এক আত্মা.....। ❤️🩹🙂
অবশেষে বিচ্ছেদ হয়েই গেল.....।💔🙂