"হেরে যাওয়া মানেই শেষ নয়। এটা তো শুধু একটা শুরু। জীবনে যতবার পড়বেন, ততবার উঠে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলুন। ব্যর্থতা শেখায়, গড়ে তোলে। সাহস করে আবার শুরু করুন। মনে রাখবেন—যারা হার মানে না, তারাই একদিন ইতিহাস লেখে।"