"প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন—কারো মুখে হাসি ফোটান, কারো পাশে দাঁড়ান, অথবা কাউকে অনুপ্রাণিত করুন। ছোট ছোট ভালো কাজগুলো একদিন বড় পরিবর্তন আনতে পারে। ভালো মানুষ হতে বড় কিছু লাগে না, শুধু একটি সদয় মন ও একটি সাহায্যের হাতই যথেষ্ট