অতীত_ভবিষ্যতের_জ্ঞানঃ
তারিক ইবনু শিহাব (রহঃ) বলেন, আমি ‘উমার (রাঃ)-কে বলতে শুনেছি, একদা নবী ﷺ আমাদের মধ্যে দাঁড়ালেন। অতঃপর তিনি আমাদের সৃষ্টির সূচনা সম্পর্কে জ্ঞাত করলেন। অবশেষে তিনি জান্নাতবাসী ও জাহান্নামবাসীর নিজ নিজ নির্দিষ্ট স্থানে প্রবেশ করার কথাও উল্লেখ করলেন। যে ব্যক্তি এ কথাটি স্মরণ রাখতে পেরেছে, সে স্মরণ রেখেছে আর যে ভুলে যাবার সে ভুলে গেছে। (সহীহ বুখারী ৩১৯২)
সৃষ্টির সূচনা দিয়ে শুরু করলেন, জান্নাতবাসী ও জাহান্নামবাসীর নিজ নিজ নির্দিষ্ট স্থানে প্রবেশ করার কথা দিয়ে শেষ করলেন আর মধ্যেখানে কি বললেন!!