আবূ যায়দ রাঃ বলেন, একদিন রসূলুল্লাহ ﷺ আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। তারপর মিম্বরে আরোহণ করে ভাষণ দিলেন। পরিশেষে যোহরের নামাজের সময় উপস্থিত হলে তিনি মিম্বার হতে নেমে নামাজ আদায় করলেন। তারপর পুনরায় মিম্বরে উঠে তিনি ভাষণ দিলেন। এবার আসরের নামাজের ওয়াক্ত হলে তিনি মিম্বর থেকে নেমে নামাজ আদায় করে পুনরায় মিম্বারে উঠলেন এবং আমাদেরকে লক্ষ্য করে খুতবাহ্ দিলেন, এমনকি সূর্যাস্ত হয়ে গেল, এ ভাষণে তিনি আমাদেরকে পূর্বে যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে ইত্যকার সম্বন্ধে সংবাদ দিলেন। তিনি (বর্ণনাকারী) বলেন, যে ব্যক্তি এ কথাগুলো সর্বাধিক মনে রেখেছেন আমাদের মধ্যে এ সম্বন্ধে তিনিই সবচেয়ে বেশী জানেন। (সহীহ মুসলিম ৭১৫৯)
সুতরাং বুখারী মুসলিমের হাদিসেই প্রমাণ হয়ে গেল আমাদের প্রিয় নবী ﷺ অতীত এবং ভবিষ্যতের কথা শুধু জানতেন এটা নয় বরং সাহাবীদের নিকট বর্ণনাও করেছেন। উনি কিভাবে জেনেছেন?? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা জানিয়েছেন বলে জেনেছেন।