উক্ত হাদিস বর্ণনার পর আল ফিকহুল আকবরের ৬৯-৭০ পৃষ্ঠায় “নবীগণের মুজিযা ও অলিগণের কারামত সত্য” নামক পরিচ্ছেদে উল্লেখিত হয়েছে,
ফিরাসত -দূরদৃষ্টি বা অন্তর্দৃষ্টি তিন প্রকার। ফিরাসতে ঈমানিয়াঃ যা ঈমানের কারণে আল্লাহ্ তা’আলা অন্তরে পয়দা করেন, ফিরাসাতে রিয়াযিয়াঃ যা সাধনার মাধ্যমে অর্জন করে এবং ফিরাসাতে খালকিয়াঃ যা স্বভাবজাত। এখানে যে ফিরাসাতের কথা হাদীসে বলা হয়েছে তা প্রথম প্রকার ফিরাসাত। হযরত উমর রাঃ এঁর (প্রেরিত) চিঠির দরুণ নীলনদের প্রবাহ সঞ্চারণ ; মদীনার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে নিহাওয়ান্দের যুদ্ধের সেনাপতিকে পাহাড়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করার নির্দেশ প্রদান ও তাঁর সে নির্দেশ শুনে সে অনুযায়ী কাজ করা; হযরত খালিদ (রা) এঁর বিষ পান করা ও তাতে কোন ক্রিয়া না করা ইত্যাদি সাহাবীদের থেকে প্রদর্শিত কয়েকটি কারামত। নবী-রাসূলদের মু’জিযাসমূহ কুরআনে ও হাদীসে বর্ণিত রয়েছে।
MD Nafis islan
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?