তখন কি হিজরী সনের প্রবর্তন হয়েছিল যে, সাল বলে দিবে??
কিন্তু এখন অনেকেই বুখারীর হাদিস এই দেখিয়ে দাবী করতে পারেন, কিয়ামতের জ্ঞান নবীজির কাছে ছিলনা,
রাসূলুল্লাহ ﷺ বলেন, ইলমে গায়েব-এর চাবিকাঠি পাঁচটি, যা আল্লাহ্ ভিন্ন কেউ জানে না। তা হলোঃ আগামী দিন কী হবে, তা আল্লাহ্ ব্যতীত আর কেউ জানে না। মাতৃগর্ভে কী আছে, তা আল্লাহ্ ভিন্ন আর কেউ জানে না। বৃষ্টি কখন আসবে, তা আল্লাহ্ ব্যতীত আর কেউ জানে না। কোন ব্যক্তি জানে না তার মৃত্যু কোথায় হবে এবং ক্বিয়ামত কবে সংঘটিত হবে, তা আল্লাহ্ ব্যতীত আর কেউ জানে না। (এই সম্পর্কিত কুরআনের আয়াতও রয়েছে)
MD Nafis islan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?