টেপা পুতুলের প্রেম
পাড়ার হরিচরণ বয়সে বুড়ো, চোখে মোটা চশমা, কানে কম শোনে, কিন্তু প্রেমের ব্যাপারে একেবারে কলেজের পোলাপান! একবার গ্রামের মেলায় গিয়ে একটা মাটির টেপা পুতুল কিনে আনল। সবাই ভেবেছিল নাতনির জন্য — কিন্তু না! হরিচরণ নিজেই বুকের কাছে রেখে বলল, “এটা আমার লক্ষ্মী, ঘরের বউ।”
সেই থেকে পুতুল নিয়ে তার রকমারি কাণ্ড। দিনে শাড়ি পরায়, রাতে পাশে শুইয়ে রাখে। একদিন তো মন্দিরে নিয়ে গিয়ে প্রসাদও খাইয়েছে!
এক রাতে পাশের বাড়ির শ্যামল মাঝ রাতে ঘুম ভেঙে শুনল, হরিচরণ হঠাৎ রেগে চিৎকার করছে —
“তুই কারে চোখ টিপলি? আমি দেখেছি! ওই মাটির পাশের পুতুলটা তোকে দেখে হাঁসছিল!”
শ্যামল তো থ! গিয়ে জানলা দিয়ে দেখে, চাচা একহাতে পুতুল, আরেকহাতে চশমা খুলে দাঁড়িয়ে — রীতিমতো বকা ঝকা দিচ্ছে পুতুলকে!
পরদিন সকালের পর থেকেই গাঁয়ে ভাইরাল — “হরিচরণের বউ বেয়াদব হইয়া গেছে!”
একদিন কেউ জিজ্ঞেস করল, “চাচা, পুতুলরে বউ বানাইলেন কেন?”
হরিচরণ গম্ভীর মুখে বলল, “মানুষের বউ ঝগড়া করে, এইটা শুধু হ্যাঁ করে আর মিষ্টি হেসে!”
পাশ থেকে বাচ্চারা হাঁক ছাড়ল, “চাচার বউ টেপা পুতুল, চেপে ধরলে বলে ‘টুপ!’”
#sifat10
MD Nafis islan
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟