রাসুলুল্লাহ ﷺ ইন্তেকালের পরে হযরত বেলাল ইবনে রাবাহ [রায.] আর এক ওয়াক্ত নামাজের জন্যও আজান দেননি! সাহাবায়ে কেরাম [রাদিআল্লাহু আনহুম] আজান দেওয়ার জন্য অনেক পিড়াপীড়ি করলে তিনি সাদামাটা উত্তর দিয়েছেন, 'আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছেন' আমি আজান দিতে পারবো না।
.
শাম বিজয় হলে হযরত ওমর ইবনুল খাত্তাব [রায.] ও হাজার হাজার সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। সকল সাহাবাদের আগ্রহ জাগলো, আজকের এই আনন্দের দিনে হযরত বেলাল যদি বিজয়ের আজান দিতেন তাহলে আনন্দটা আরো বেড়ে যেতো! তখন হযরত আবু উবাইদা [রায.] দাঁড়িয়ে বেলাল [রায.] কে অনুরোধ করে বললেন, হে বেলাল! আজান দিন, আজ তো বিজয় ও আনন্দের দিন।
.
হযরত বেলাল [রায.] দাঁড়িয়ে 'আল্লাহু আকবার ' 'আল্লাহু আকবার ' আজান দিতে লাগলেন। উপস্থিত সকল সাহাবা অঝোরে কাঁদতে লাগলেন। ওমর [রায.] সবচেয়ে বেশি কাঁদতে ছিলেন।
.
হযরত বেলাল [রায.] যখন ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’ বললেন সাথে সাথে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। পুরো শহরে ক্রন্দনের রুল পড়ে গেল।
.
‘‘মুহাম্মাদ ﷺ এর পূর্বে পৃথিবী তার মতো আর কাউকে হারায় নি এবং তার পরে কেয়ামত পর্যন্ত আরো কাউকে হারাবে না।’’
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
Mohammad Minar
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Sadia Akter
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Jannatul Ferdous
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟