পিচ্চি কাইয়ুমের দুধ চুরি
পিচ্চি কাইয়ুম ছিল পাড়ার সবচেয়ে গোপনীয় দুধ চোর। সবাই ভাবত সে সাদা দুধ খেতে পছন্দ করে, কিন্তু আসলে সে নাকি রাতে চুপিচুপি উঠত আর মদের বদলে দুধ পেত।
মায়ের চোখ ফাঁকি দিতে একদিন তার দুধের পাত্রে নীল কালি মেশানো হলো! সকালে কাইয়ুম মুখে লেগে নীল দাগ নিয়ে বের হল। সবাই অবাক, কেউ বলল, “দেখ, নীল দুধ খেয়ে রঙ লাগল!”
কাইয়ুম লজ্জায় বলল, “আমি না, দুধটা কালো আর নীল, বুঝলি?”
তার পর থেকে পাড়ায় হাসির খোরাক হলো — “কাইয়ুমের ঠোঁট এখন নীল, সে হয়তো গায়ে নীল রঙ ঢুকায়।”
পিচ্চি কাইয়ুম এখন দুধের সামনে তাকালেও মুখ চেপে ধরে। মায়ের কথায়, “এখন থেকে তোমার জন্য দুধ নয়, রং কিনে দিব।”
#sifat10
처럼
논평
공유하다