9 w ·übersetzen

অল্প কথায় যাকে কাছের মনে হয়,
সময় গেলে সে-ই অচেনা হয়ে যায়।
ভুলে যাই, দূরের মানুষ সব সময় আপন হয় না,
কিন্তু মন তো যুক্তি মানে না, সহজেই বাঁধা পড়ে যায়।
একটা হাসি, একটু যত্ন—
এই তো, তাতেই মন দিয়ে বসি জীবনটা!