কিছু দিন আগের কথা... আমি আর আমার একটা বন্ধু. বন্ধু টার নাম হলো রাকিব দুজনে মিলে একসাথে আমার বাসা থেকে বেরিয়ে দোকানে যাছিলাম তখন প্রায় ১:২৫pm তো আগেই বলে রাখি আমার বাসা থেকে বাজারে যেতে একটা কবর স্থান আছে...
আমরা তার পাশে দিয়ে যাছিলাম হটাত করে শুনতে পাই কে জেন কান্না করছে আমরা কিছু মনে না করে চলে যাছি হতাট করে সেই কবব স্থানে একটা গাছের ডাল বেগে গেলো তখন আমরা দেখতে পাই সেখানে একটা মহিলা দারিয়ে আছে আমরা কিছু না বলে চলে গেলাম তার কিছু দিন পরে দেখতে পাই এই মহিলা যে মহিলা কে আমরা কবর স্থানে দেখেছি সে প্রায় ২বছর আগে মারা গেছে তার কিছু দিন পরে আমার বন্ধু অনেক আসুথ হয়ে জাই শুনা জাই এখন নাকি প্রায় সি মহিলাকে দেখা জাই যে ওই মহিলা কে দেখে সেই অসুখ হয়ে যায়
hanif ahmed Romeo
হাজার হাজার ফ্রেন্ডলিস্টে,
তুমি শুধু হৃদয়ের ফলোয়িং,
একটা রিটুইটের আশায়,
অপেক্ষায় থাকি সারাক্ষণ।
❖🌞❖❤️❖🌞❖
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Tahsin Khan
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟