নিশ্চয়ই! এখানে একটা ছোট ফানি বাংলা গল্প দিচ্ছি:
গল্পের নাম: বুদ্ধিমান কাক
একদিন এক কাক খুব ক্ষুধার্ত ছিল। সে খাবারের খোঁজে উড়ে বেড়াচ্ছিল। হঠাৎ একটা হোটেলের জানালা দিয়ে সে দেখতে পেল, একটা রান্নাঘরে বড় একটা মাছ রাখা আছে।
কাক ভাবল, "এই মাছটা আমি নিয়ে যাবো। কিন্তু কুকুরটা পাহারা দিচ্ছে, কী করি?"
তারপর কাক একটু ভেবে কুকুরটাকে বলল,
"ভাই কুকুর, হোটেলের পিছনে একটা বিড়াল মাছ চুরি করে পালাচ্ছে!"
কুকুরটা রাগে ফুসে উঠে দৌড়ে গেল বিড়ালের খোঁজে। আর তখনই কাক ফুরফুর করে ঢুকে মাছটা নিয়ে উড়াল দিল!
শিক্ষা: কাক না শুধু ডাকে না, বুদ্ধিও খাটায়!
আরও ফানি গল্প চাইলে বলো — শিশুদের, বড়দের, অফিসের বা যে ধরনের চাও।
Tajrin Nesa
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟