9 u ·Prevedi

চালাক গাধার চালাকি

এক গ্রামে ছিল এক গাধা, মালিকের দোকানে মাল টানতো প্রতিদিন। মালিক খুব কৃপণ, গাধার খাবার-দাবারেও কাটছাঁট করতো। একদিন গাধা ভাবলো, “বাঁচতে চাইলে বুদ্ধি খাটাতে হবে।”

মালিক প্রতিদিন ওজন করে লবণের বস্তা গাধার পিঠে চাপাতো। গাধা হাঁটতো নদীর ওপরের সাঁকো দিয়ে। একদিন হঠাৎ গাধা হোঁচট খেয়ে নদীতে পড়ে গেল। লবণ ভিজে গলে গেল—বোঝা হালকা! মালিক খুশি না হয়ে বরং অবাক হলো।

পরের দিন আবার একই ঘটনা! গাধা ইচ্ছে করে পড়ে গেল নদীতে। লবণ ভিজে কমে গেল। এবার মালিক বুঝলো চালাকি। পরদিন সে লবণের বদলে তুলা দিল বস্তায়। গাধা এবারও নদীতে পড়ে গেল, কিন্তু তুলা পানি শুষে আরো ভারী হলো! গাধা হাঁপাতে হাঁপাতে কোনো মতে পৌঁছালো গন্তব্যে।

সেই থেকে গাধা বুঝলো—সব বুদ্ধি সব জায়গায় চলে না। আর মালিকও হেসে বললো, “বুদ্ধিমান হতে চাইলে আগে পুরোটা ভাবিস!”

#sifat10