9 C ·Traduzir

কুদ্দুস মাস্টারের কবিতার কাণ্ড

কুদ্দুস মাস্টার ছিলেন এক অদ্ভুত ধরনের মানুষ। পেশায় স্কুলশিক্ষক হলেও মনের মধ্যে ছিল কবির বাস। সকাল হোক বা রাত—যখনই সুযোগ পেতেন, ছড়ায় কথা বলতেন। দোকানে গিয়ে বলতেন,
“একটা ডিম দাও ভাই,
না দিলে মরে যাই!”

লোকজন প্রথমে মজা পেত, পরে বিরক্ত হতে লাগল। কেউ কিছু জিজ্ঞেস করলে মাস্টারমশাই উত্তর দিতেন ছন্দে। একবার বাজারে কেউ জিজ্ঞেস করল, “মাস্টার, পেঁয়াজ কত কেজি?”
উনি বললেন,
“পেঁয়াজ কেজি আশি টাকায়,
চোখে পানি, মনে জ্বালায়।”

সবাই হেসে লুটিয়ে পড়লো। তবে মাস্টার নিজের কবিতা নিয়ে গর্বিত ছিলেন। বলতেন, “একদিন এই ছড়ায়ই আমি বিখ্যাত হব!”

একদিন স্কুলে জেলা শিক্ষা কর্মকর্তা এলেন পরিদর্শনে। ক্লাসে ঢুকে ছাত্রদের প্রশ্ন করলেন। হঠাৎ একজন ছাত্র দাঁড়িয়ে বলল,
“স্যার, আমাদের মাস্টার ছড়া বলে পড়ান!”
কর্মকর্তা বললেন, “দেখি কীভাবে?”

মাস্টারমশাই দাঁড়িয়ে গেলেন, বোর্ডে লিখলেন—
“বাংলাদেশের মানচিত্র,
সবচেয়ে সুন্দর ছবিটা।”

কর্মকর্তা হাসলেন, বললেন, “আপনি তো কবি!”
মাস্টার মাথা উঁচু করে বললেন, “জ্বি, ছড়ার মাধ্যমে শিক্ষা, এই আমার লক্ষ্য!”

পরদিনই জেলার পত্রিকায় ছাপা হলো খবর—
“ছন্দে ছড়ায় ক্লাস নেওয়া কুদ্দুস মাস্টার: অভিনব পদ্ধতির প্রশংসা”
সেই থেকে গ্রামের সবাই তাকে খোচা দিলেও ভালোবাসতে শুরু করলো।

তবে আজও মাস্টার যখন দোকানে যান, দোকানদার আগে থেকে বলে ওঠে—
“আজ কি ছড়ায় চাল কিনবেন, নাকি কবিতায় ক্যাশ দেব?”

#sifat10