মাইদের ময়লার কারবার
মাইদু ছিল গ্রামের এক চতুর ও চালাক ছেলে। সে বড় হতেই ভাবল, “আমি যেন সবাইকে দেখাতে পারি, ছোট্ট কাজ দিয়েও বড় লাভ হয়।”
একদিন দেখল, গ্রামের বড় বড় ঘর থেকে ময়লা-আবর্জনা গুলো ছড়িয়ে পড়ে রাস্তা-ঘাটে। মাইদু মনে করল, “এত ময়লা ফেলে কেউ কি টাকা কামায়?”
সে এক বুদ্ধি করল—ময়লা তুলে এনে বিক্রি করবে!
মাইদু ছোট ছোট বস্তা নিয়ে হাঁটতে লাগল, মানুষের কাছ থেকে ময়লা সংগ্রহ করতে। সবাই অবাক হয়ে দেখল, “এই কি করছে মাইদু?”
কেউ বলে উঠল, “ময়লা তো বর্জ্য, কেন কেনার?”
মাইদু বলল, “আমার কাছে একটা গোপন পরিকল্পনা আছে।”
কয়েকদিন পর সে একটা ছোট দোকান খুলল—‘ময়লার কারবার’। লোকজন অবাক হয়ে দেখল, সে ময়লা থেকে জৈব সার তৈরি করছে! সবাই বুঝল, ময়লা দিয়ে সে জমির জন্য সেরা সার বানাচ্ছে।
এভাবে সে কয়েক মাসে ভালো নাম কুড়ালো আর পয়সাও।
এই কিস্সা থেকে শিক্ষা হলো—ছোট কাজ হলেও সঠিক কাজে লাগালে বড় লাভ হয়।
#sifat10
Turj03
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?