রুবেলের রান্নার বিপত্তি
রুবেল ছিল গ্রামের এক দুরন্ত ছেলে, যার হাতের রান্না ছিল একদম খারাপ! সে একবার ঠিক করল, নিজের জন্য মজা করে একটা ডাল রান্না করবে।
রুবেল বাজারে গিয়ে বিভিন্ন জিনিস কিনল—ডাল, লবণ, মরিচ, আর অজানা কিছু মশলা। বাসায় এসে রান্না শুরু করল, কিন্তু কিছু বুঝে উঠতে পারছিল না কতটা পানি দিতে হবে। সে পানি বেশি দিল আর ডালটা একদম কচকচে হয়ে গেল।
রান্না শেষে সে খেতে বসল, কিন্তু খেতে পারল না। গলা থেকে লালা ঝরে, মুখই ঝলসে যাচ্ছে। সে ভাবল, “কেন আমার ডাল খাওয়া যায় না?”
পরের দিন রুবেল আবার রান্না করতে বসল। এবার সে বাবার কাছে সাহায্য চাইল। বাবা এসে বুঝিয়ে দিল, “ডাল রান্নায় একটু ধৈর্য ধরতে হয়, বেশি পানি দিলে ডাল খারাপ হয়।”
বাবার সাহায্যে রান্না শেষ হলো, এবার ডালটা মজাদার হয়ে উঠল। রুবেল খুশি হয়ে সবাইকে বলল, “দেখলে, শেখার কোনো শেষ নাই!”
#sifat10
Turj03
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?