আমি বুঝতে পারি না এই জিনিসটা তে এত লজ্জার কি আছে।
আমাদের জেনারেশনে অনেক বড় বড় ছেলে মেয়েরা কোরআন পড়তে পারে না, জানে না, শিখতে চায় না। অজু জানে না, নামাজ জানে না, কিন্তু বলতে লজ্জা পায়।
এখনো তোমরা বেঁচে আছো শিখতে পারবে , জানতে পারবে সময় আছে। আল্লাহ তালা তোমাদের হায়াত দান করেছে শুকরিয়া করো এবং কাজে লাগাও।
আজ আমরা জিন্স প্যান্ট পড়তে শার্ট পড়তে উলঙ্গ প্রায় হয়ে ঘুরতে লজ্জা পাই না। কিন্তু মুসলমানের ঘরে সন্তান হয়ে ও নামাজ ওযু করার না জেনে। এটা শিখতে লজ্জা পাই। মানুষ কি বলবে এইটা ভেবে।
কাল যখন জাহান্নামীদের কাতারে আমাদের নাম আসবে তার থেকে লজ্জাজনক আর কিছু হবে না। যখন জান্নাতিরা আমাদের দিকে তাকিয়ে থাকবে আমাদের জাহান্নামে যেতে দেখবে তখন আমাদের লজ্জা করবে না।
যেকোনো বয়সের শিক্ষা নেওয়া কোন লজ্জার কাজ নয়। না শিখে মৃত্যুবরণ করাটা অনেক লজ্জাজনক।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।

MD Muntasir
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?
Iftekhar Rahat
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?