যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,
সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!
সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনি, কারও ভালো দেখে আমি কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।
নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"
আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
টাকা পয়সা,পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

Sadia Akter
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
MD Muntasir
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?