49 i ·Översätt

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র‌্যাপার ও প্রযোজক লিল জন।

দিকে দিকে যখন ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে পশ্চিমারা, ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে পশ্চাৎপদ কুসংস্কারাচ্ছন্ন সেকেলে ধর্ম হিসেবে আখ্যা দিচ্ছে, ঠিক তখনই, তাদেরই দুর্গের ভেতর, কেউ কেউ শানিত কণ্ঠে পাঠ করে উঠছে কালিমায়ে শাহাদাতের চিরন্তন বাণী। লিল জনের ইসলাম গ্রহণ সেই মহাসত্যের ধারাবাহিকতার অংশ।

এ যেন মহান আল্লাহর সেই শাশ্বত ঘোষণার চাক্ষুস প্রমাণ—‘তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তা হতে দিবেন না, তিনি তাঁর আলোকে পূর্ণ না করে ছাড়বেন না, যদিও কাফিরগণ তা অপছন্দ করে।’

লিল জনের জন্য আমাদের ঐকান্তিক দোয়া—আল্লাহ তার এই সাহসী সিদ্ধান্তকে কবুল করুন। পার্থিব জগতের সকল অকল্যাণ ও চক্রান্ত থেকে হেফাজতে রাখুন, অন্ধকার পথের যাত্রীদের সামনে তাকে সত্যের নমুনা হিসেবে বরিত করুন, আমীন।

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
9 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

9 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

9 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

9 timmar ·Översätt

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।