হাঁড়ির ভেতর কার কান
একবার এক গ্রামের মাতব্বর সিদ্ধান্ত নিল, গ্রামের মানুষ খুব বেশি মিথ্যা বলে—একটা বিচারসভা বসানো দরকার। সবাই জড়ো হলো। হঠাৎ এক বুড়ো বলল, “আমি হাঁড়ির ভেতর একটা কান দেখেছি!” সবাই অবাক। হাঁড়ি তো লোহার, তার ভেতর কান কীভাবে? তদন্ত শুরু হলো, হাঁড়ি এনে মাঝখানে রাখা হলো। সবাই হাঁ করে তাকিয়ে, কেউ বলল, “এই তো, আমি দেখি দেখছি।” আরেকজন বলল, “আরে সত্যিই একটা কান তো দেখা যাচ্ছে!” এরপর যা হবার তাই—যার যা আছে, সবাই বলল হাঁড়ির ভেতরে কান তারা দেখেছে। শেষমেশ বুড়ো হেসে বলল, “তোমরা সবাই মিথ্যুক, হাঁড়ির ভেতর কিছুই নেই। আমি শুধু পরীক্ষা নিচ্ছিলাম।” সেই দিন থেকে গ্রামে মিথ্যা বলার চল কমে যায়।
#sifat10
Synes godt om
Kommentar
Del