চালাক পাঁঠা ও বোকা কসাই
এক কসাই একদিন এক পাঁঠা কেটে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। পথে পাঁঠাটি জিভ বের করে হাসছে দেখে কসাই রেগে গিয়ে বলল, “তুই হাসছিস কেন?” পাঁঠা বলল, “আমার হাসির কারণ আছে, তুমি জানো না। আমি জাদুকর পাঁঠা। তোমার টাকা দ্বিগুণ করে দিতে পারি।” কসাই অবাক হয়ে বলল, “কীভাবে?” পাঁঠা বলল, “তুমি যদি আমাকে না কেটে রাজাকে দাও, তিনি খুশি হয়ে তোমায় পুরস্কৃত করবেন।” কসাই রাজবাড়িতে গিয়ে গল্প বলল, আর পাঁঠাকে দিল। রাজা তো শুনে আরও বেশি হাসলেন। শেষে কসাইকে বললেন, “তুমি যদি এত চালাক, তাহলে পাঁঠা কেন বিশ্বাস করলে?” আর কসাইকে দুম করে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন। পাঁঠা হেসেই গেল।
#sifat10
Gusto
Magkomento
Ibahagi