9 i ·Översätt

চোর ও বুদ্ধিমান কিশোর

এক রাতে নিঃশব্দে একটা চোর ঢুকে পড়ল এক গরিব বাড়িতে। ঘরটা ছোট, সামান্য কয়েকটা জিনিসপত্র, এক কোণে মাদুর পেতে ঘুমিয়ে রয়েছে এক কিশোর। চোর ভাবল, “এ ঘরে কিছুই নেই, তবু একটু খুঁজে দেখি।” সে আলতো করে হাঁটতে শুরু করল।

কিন্তু তার অজান্তে, সেই কিশোর ঘুমাননি। সে হালকা শব্দে জেগে উঠেছিল। চোখ খোলা না রেখেও বুঝে ফেলল যে ঘরে অপরিচিত কেউ আছে। ভয় পেয়ে উঠল না সে, বরং মাথা খাটাতে লাগল। হঠাৎ সে গলা নামিয়ে বলল, “বাবা, তুমি ঘুমাচ্ছো? আমি শুনেছি, এই ঘরে রাতে এক ভয়ঙ্কর চোর আসে, যার পা নেই। সে দেয়ালে হেঁটে চলে।”

চোর থমকে গেল, “এই ছেলে কি আমাকে দেখে ফেলেছে? দেয়ালে হেঁটে? সে কীভাবে জানল আমি আসছি?”

কিশোর আবার বলল, “মা, তুমি জানো তো? বাবা বলেছে, যদি চোর আসে, তাহলে যেন তার পায়ে তেল ঢেলে দিই, আর তার গায়ে মরিচ ছুড়ে মারি—তাহলেই সে দৌড়ে পালাবে।” এবার চোরের মাথায় সত্যিকারের গরম লাগতে শুরু করল। “ওরে বাবা, এই ছেলের বাবা যদি এসে পড়ে! মরিচ নিয়ে ছুঁড়বে!”

তারপর কিশোর আস্তে করে বলল, “আমি তো জানি, এই ঘরে চুরি করতে আসা চোররা কখনো বাঁচে না। আমাদের কুকুরটা খুব ভয়ানক...” চোর আর থাকতে পারল না। এক লাফে দরজা খুলে দৌড় দিল!

সকালে লোকজন দেখে চোরের পড়া এক জুতো আর একটা ফেলে যাওয়া কাপড়! কিশোর তখন হেসে বলল, “ভয় পেলে কেবল শক্তি নয়, বুদ্ধিও বড় অস্ত্র!”

#sifat10