9 میں ·ترجمہ کریں۔

কৃপণ ধনুকওয়ালা

একবার এক রাজ্যে ধনুক চালনার প্রতিযোগিতা হচ্ছিল। দূরদূরান্ত থেকে তীরন্দাজরা এসেছিল তাদের দক্ষতা দেখাতে। তাদের ভেতর সবচেয়ে অদ্ভুত চরিত্র ছিল—মহাজন কৃপণ। সারা রাজ্যে তার কৃপণতার কাহিনি ছড়ানো। কেউ বলে, সে নিজের ধনুকের জন্য অতিরিক্ত তীর বানায় না, কেউ বলে, সে নিজের ছায়াকেও তালি দেয় যেন বাতাস কম খরচ হয়!

সে এল নিজের পুরোনো ধনুক হাতে, শুধু তিনটি তীর নিয়ে। সবাই হাসাহাসি করল, “তিনটা তীর দিয়ে তুমি কী করবে?”

কৃপণ বলল, “আমার তীর তিনটে নয়, সফলতা তিন রকম।”

প্রথম রাউন্ডে সে তাক করল। তীর সোজা গিয়ে কেন্দ্রবিন্দুতে লাগল! সবাই হাঁ হয়ে তাকিয়ে রইল।

দ্বিতীয়বার সে ছুঁড়ে বলল, “এটা আমার অভ্যাস!” তীর এবারো সঠিক লক্ষ্যে গিয়ে আঘাত করল।

তৃতীয়বার সে বলল, “এটা ভাগ্য।” তীর এবারও ঠিক জায়গায়! সবাই চেঁচিয়ে উঠল, “অসাধারণ!”

কিন্তু বিচারক বলল, “তুমি তো বললে একবার অভ্যাস, একবার ভাগ্য। তাহলে এই কৃতিত্ব কার?” কৃপণ হেসে বলল, “আমি কৃপণ, প্রশংসাও একটু বাঁচিয়ে নিই! কৃতিত্ব আমার নয়—তীরের, ধনুকের, আর হাওয়ার!”

জনতা হাসিতে ফেটে পড়ল। কেউ বলল, “বুদ্ধিতে কৃপণ না, বরং চালাক!” কেউ বলল, “যার অল্পতেই চলে, তার কাজেই জাদু থাকে।”

শেষমেশ কৃপণ ধনুকওয়ালাকে রাজা সেরা পুরস্কার দিলেন। কৃপণ বলল, “এবার পুরস্কারটাও তিন ভাগে রাখুন—এক ভাগ রাজ্যের জন্য, এক ভাগ বিচারকদের জন্য, আর বাকি ভাগ... আমার!”

#sifat10