তোমার হাসি যেন
এক চঞ্চল নদীর মতো,
যা আমার সমস্ত
হৃদয় বেয়ে বইতে থাকে।
তোমার হাসির প্রতিটি ঢেউ
আমাকে গভীর মায়ার
আবেশে ভাসিয়ে নিয়ে যায়।