12 ב ·תרגם

মেঘ আর সূর্যের মজার গল্প

এক সময় এক বিশাল আকাশে বাস করত মেঘ আর সূর্য। তারা ছিল আকাশের দুই প্রধান শক্তি। মেঘ সবসময় গর্জন করত, বৃষ্টি দিত আর কখনো কখনো ছায়া দিয়ে মানুষকে আরাম দিত। সূর্য ছিল উজ্জ্বল, গরম আর আলোর উৎস।

মেঘ একদিন সূর্যের কাছে গর্ব করে বলল, “তুমি যতই উজ্জ্বল হও, মানুষ আমার ছায়া আর বৃষ্টির অপেক্ষায় থাকে। আমি যদি না আসি, তারা কি করবে?”

সূর্য হেসে বলল, “তুমি না থাকলে আমি তো উজ্জ্বলই থাকব, কিন্তু মেঘের ছায়া আর বৃষ্টি ছাড়া জীবন নিস্তেজ হবে। তোমার কাজও অতি গুরুত্বপূর্ণ।”

তারা অনেক সময় আকাশে যুদ্ধে মেতে উঠত। মেঘ বেশি গর্জন করে ঝড় তুলত, আর সূর্য তার রশ্মি দিয়ে মেঘকে পিছনে ঠেলে দিত। কখনো কখনো মেঘ এতটাই ঘন হয়ে যেত যে সূর্যের আলো পৌঁছতে পারত না।

একদিন গ্রামের মানুষ একসঙ্গে বলল, “আমাদের বৃষ্টি আর রোদ দুটোই দরকার। যদি বৃষ্টি না থাকে, ফসল ঝরে যাবে, আর যদি রোদ না থাকে, গাছেরা বড়ো হবে না।”

মেঘ আর সূর্য তখন বুঝল, তারা আলাদা হলেও একসঙ্গে কাজ করলে পৃথিবী সুন্দর হয়। তারা সিদ্ধান্ত নিল একসঙ্গে থাকতে হবে, পরস্পরের কাজকে সম্মান করতে হবে।

এরপর থেকে মেঘ আর সূর্য মিলে একসঙ্গে আকাশ সাজাতো। বৃষ্টি হলেই সূর্যের রশ্মি মেঘের ফাঁকে পড়ে, তখনই আকাশে ঝলমল এক সুন্দর রঙের ধনু তৈরি হত—ইলোমেলো রঙের রোদের ঝলক।

গ্রামের মানুষ তা দেখে আনন্দ করত আর ভাবত প্রকৃতির এই সৌন্দর্য কতই না অদ্ভুত আর সুন্দর।

এই গল্প থেকে শেখা যায়, পারস্পরিক সম্মান ও সহযোগিতাই প্রকৃত বন্ধুত্ব ও সাফল্যের চাবিকাঠি।


#sifat10

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।