12 ш ·перевести

মেঘ আর সূর্যের মজার গল্প

এক সময় এক বিশাল আকাশে বাস করত মেঘ আর সূর্য। তারা ছিল আকাশের দুই প্রধান শক্তি। মেঘ সবসময় গর্জন করত, বৃষ্টি দিত আর কখনো কখনো ছায়া দিয়ে মানুষকে আরাম দিত। সূর্য ছিল উজ্জ্বল, গরম আর আলোর উৎস।

মেঘ একদিন সূর্যের কাছে গর্ব করে বলল, “তুমি যতই উজ্জ্বল হও, মানুষ আমার ছায়া আর বৃষ্টির অপেক্ষায় থাকে। আমি যদি না আসি, তারা কি করবে?”

সূর্য হেসে বলল, “তুমি না থাকলে আমি তো উজ্জ্বলই থাকব, কিন্তু মেঘের ছায়া আর বৃষ্টি ছাড়া জীবন নিস্তেজ হবে। তোমার কাজও অতি গুরুত্বপূর্ণ।”

তারা অনেক সময় আকাশে যুদ্ধে মেতে উঠত। মেঘ বেশি গর্জন করে ঝড় তুলত, আর সূর্য তার রশ্মি দিয়ে মেঘকে পিছনে ঠেলে দিত। কখনো কখনো মেঘ এতটাই ঘন হয়ে যেত যে সূর্যের আলো পৌঁছতে পারত না।

একদিন গ্রামের মানুষ একসঙ্গে বলল, “আমাদের বৃষ্টি আর রোদ দুটোই দরকার। যদি বৃষ্টি না থাকে, ফসল ঝরে যাবে, আর যদি রোদ না থাকে, গাছেরা বড়ো হবে না।”

মেঘ আর সূর্য তখন বুঝল, তারা আলাদা হলেও একসঙ্গে কাজ করলে পৃথিবী সুন্দর হয়। তারা সিদ্ধান্ত নিল একসঙ্গে থাকতে হবে, পরস্পরের কাজকে সম্মান করতে হবে।

এরপর থেকে মেঘ আর সূর্য মিলে একসঙ্গে আকাশ সাজাতো। বৃষ্টি হলেই সূর্যের রশ্মি মেঘের ফাঁকে পড়ে, তখনই আকাশে ঝলমল এক সুন্দর রঙের ধনু তৈরি হত—ইলোমেলো রঙের রোদের ঝলক।

গ্রামের মানুষ তা দেখে আনন্দ করত আর ভাবত প্রকৃতির এই সৌন্দর্য কতই না অদ্ভুত আর সুন্দর।

এই গল্প থেকে শেখা যায়, পারস্পরিক সম্মান ও সহযোগিতাই প্রকৃত বন্ধুত্ব ও সাফল্যের চাবিকাঠি।


#sifat10

20 м ·перевести

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

40 м ·перевести

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

1 час ·перевести

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 час ·перевести

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 часы ·перевести

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.