সময়ের ব্যাপার মাত্র।
এতদিনে রাফানের সঙ্গে সামিয়ার বোঝাপড়া হয়ে গেছে। আগামী মাসের শুরুতে দুজন পালিয়ে যাবে।
: কোথায় যাবে?
: ইন্ডিয়া।
রাফান ঠিক করেছে ইন্ডিয়া যাবে। সেখানে নাকি তার বহু আছে। সে তাকে সহজে ইন্ডিয়ায় ঢোকার ব্যবস্থা করে দেবে এবং চলার মতো একটা চাকরির ব্যবস্থা করে দেবে। সেখানে তাদের কেউ পুরোনো পরিচয়ে চিনবে না। চিনবে নতুন পরিচয়ে। মুসলিম পরিচয়ে। সামিয়া রাজি হয়ে যায়। রাফানকে সে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছে। তার মনে বার বার একটা কথা উকি দেয়, রাফানকে ছাড়া সে বাঁচবে না। সে কি কালো জাদুতে আক্রান্ত? কার কাছে যেন বলতে শুনেছিল কালো জাদুতে আক্রান্ত হলে মানুষ এমন হয়। সামিয়া বিশ্বাস করে না। তার ধারণা কালো জাদু বলে কিছু নেই। রাফান তাকে ভালোবেসে, সেও বাফানকে প্রচণ্ড রকম ভালোবাসে এবং ভালোবাসা থেকেই তাদের এই পরিবার-পরিজন ত্যাগ করার মতো কঠিন
Tajrin Nesa
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?