বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে সামিয়ার নতুন শহরে। এখনো ফেরে নি রাহুল। তাদের নতুন পরিচয় নিয়ে। একজন মহিলা এসেছে। একটা গাড়ি নিয়ে। সামিয়ার রুমে ঢুকে মহিলাটা সামিয়াকে বলল-"চল।"
সামিয়া বুঝতে পারছে না মহিলাটা তাকে কোথায় যাওয়ার কথা বলছে। সামিয়া জিজ্ঞেস করছে কোথায় যাব। আপনি কে?"
মহিলাটা খুবই কর্কশ গলায় বলল- 'আমার সঙ্গে যাবি। আমি কে তা জেনে তোর কী কাজ?”
সামিয়া ক্রন্ত গলায় বলে- 'রাহুলকে ছাড়া আমি কোথাও যাব না। রাহুল কোথায়?'
মহিলাটা খুবই বিচ্ছিরি ভাষায় গালাগাল শুরু করে সামিয়াকে। 'যাবি না
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
samip848
রিলেশনের একপর্যায়ে তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। যদিও সামিয়া এ-ব্যাপারে কঠোর ছিল। তবুও রাফানের প্রতি মাত্রাহীন আবেগ ভালোবাসা আর রাফানের শক্তির সামনে টিকতে পারে নি। শারীরিক সম্পর্কের একপর্যায়ে সামিয়া বুঝতে পারে, রাফানের শিশ্বের গোলাকার অগ্রভাগ চামড়ায় ঢাকা। খতনা। খতনাকে মেডিক্যাল টার্মে বলে সারকামসিশন। রাফানের খতনা। করানো হয় নি। সামিয়া রাফানকে ধাক্কা দিয়ে একপাশে সরে যায়। যদিও। ততক্ষণে তার যা হওয়ার হয়ে গেছে। সামিয়া সন্ত্রস্ত গলায় রাফানকে জিজ্ঞেস করে 'সত্যি করে বলো, তোমার পরিচয় কী? তুমি আমাকে নন্ট করার জন্যই নিজের পরিচয় গোপন করেছা'
রাফান সামিয়াকে খুবই ঠান্ডা মাথায় বোঝায়। জবাব দেয়- 'বিশ্বাস করো, আমি মুসলিম হয়েছি। এখনো খতনা করানো হয় নি। দ্রুতই করিয়ে ফেলব।'
সামিয়া জিজ্ঞেস করে- 'তাহলে তোমার মুসলিম হওয়ার প্রমাণ কোথায়?'
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?
Tajrin Nesa
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?