বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে সামিয়ার নতুন শহরে। এখনো ফেরে নি রাহুল। তাদের নতুন পরিচয় নিয়ে। একজন মহিলা এসেছে। একটা গাড়ি নিয়ে। সামিয়ার রুমে ঢুকে মহিলাটা সামিয়াকে বলল-"চল।"
সামিয়া বুঝতে পারছে না মহিলাটা তাকে কোথায় যাওয়ার কথা বলছে। সামিয়া জিজ্ঞেস করছে কোথায় যাব। আপনি কে?"
মহিলাটা খুবই কর্কশ গলায় বলল- 'আমার সঙ্গে যাবি। আমি কে তা জেনে তোর কী কাজ?”
সামিয়া ক্রন্ত গলায় বলে- 'রাহুলকে ছাড়া আমি কোথাও যাব না। রাহুল কোথায়?'
মহিলাটা খুবই বিচ্ছিরি ভাষায় গালাগাল শুরু করে সামিয়াকে। 'যাবি না
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
samip848
রাফানের দুআ পাঠ, কুরআন তিলাওয়াত ও মানবভাগোন দেখে সামিয়া। নতুন করে মুখ হতে শুরু করেছে। রাফানের কাছে সুখ পাঠ ও কুরমান তিলাওয়াত নতুন করে শিখতে ইচ্ছে করছে তার। এটা কি আসনে জ্বীনে ফেরা? না রাফানের প্রতি আকৃষ্ট হওয়া? সামিয়া ধরতে পারছে না। রাফানের প্রতি আকৃষ্ট হওয়ারই প্রভাব হতে পারে।
তিন।
ইদানীং সামিয়ার একটা রোগ হয়েছে। হঠাৎ হঠাৎ রাতের বেলা চিৎকার করে কান্নাকাটি করা। এটার নির্দিষ্ট কোনো রোগ সে বুঝতে পারে না। সারাক্ষণ রাফানের সঙ্গে থাকতে ইচ্ছে করে তার। কখনো কখনো এমন হয়, যখন তার রাফানের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে অথচ রাফানের মোবাইল বন্ধ পায়, তখন সে নিজেকে সামলাতে পারে না। কেমন যেন পাগল পাগল লাগে তার। তখন কেবল রাফানকেই চাই তার। রাফানের সঙ্গেই যেন তার থাকার কথা ছিল। এ ধরনের অসুস্থতাকে আসলে কী নাম দেওয়া যায়, তা সামিয়ার
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?