সিয়াম নদীর পাড়ে বসে ডায়রি লিখছিল। হঠাৎ পানিতে কিছু ঝলমল করে উঠল। কৌতূহল নিয়ে কাছে গেল, দেখল একটা সোনালি মাছ কথা বলছে! মাছটি বলল, “তোমার একটিই ইচ্ছা পূরণ করতে পারি।” সিয়াম কিছুক্ষণ ভেবে বলল, “সবাই যেন সুখে থাকে।” মাছটি হাসল, জলে ডুব দিল। পরদিন সকালেই গ্রামে খুশির জোয়ার—রোগী সুস্থ, ফসল ভালো, ঝগড়া মিটে গেছে। সিয়াম শুধু চুপচাপ হাসছিল।
처럼
논평
공유하다
Turj03
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?