9 w ·übersetzen

ছোট্ট রিমি সবসময় আকাশের দিকে তাকিয়ে বলে, “আমি উড়তে চাই।” একদিন কাকের পালক দিয়ে বানায় ডানা। সবাই হাসে। সে ছাদে উঠে লাফ দেয়… পড়ে না, ভেসে থাকে বাতাসে! মা জানালার পাশে দাঁড়িয়ে দেখেন, রিমি তার শৈশবের স্বপ্ন নিয়ে উড়ছে।