---
রাতের ট্রেন ধীরে ছুটছে। ফারহান জানালার পাশে বসে, হঠাৎ এক বয়স্ক ভদ্রলোক পাশে এসে বসে বললেন, “এই রেললাইনটা আমার বাবার হাতেই তৈরি।” ফারহান অবাক হয়ে শোনে তার গল্প। নেমে যাওয়ার সময় ভদ্রলোক বলেন, “নিজেকে কখনো ছোট ভাববে না।” ফারহান তাকিয়ে দেখে, কেউ নেই। শুধু পড়ে থাকা একটা পুরনো রেলের টুপি।
---
Мне нравится
Комментарий
Перепост