31 w ·Traduire

এক বক্তা দীর্ঘ সময় চোখ বন্ধ করে অনর্গল বক্তৃতা করে যাচ্ছে। লোকেরা বিরক্ত হয়ে যার যার মত করে বাড়িতে চলে গেলে। দীর্ঘক্ষন পর বক্তা সাহেব চোখ খুলে দেখে মাঠ একেবারে ফাঁকা। মাঠের এক কোণে একটা ছেলে চাদর মুড়ি দিয়ে বসে আছে।
বক্তা সাহেব ছেলেটিকে ডেকে বলল বাবা আমি বুঝতে পেরেছি আমার ওয়াজ কেউ বোঝেনি একমাত্র তুমিই বুঝেছ ছেলেটি বলল হুজুর বেয়াদবি মাফ করবেন আমি মাইকের অপারেটর তাই মাইক খোলার অপেক্ষায় বসে আছি আপনার ওয়াজ শোনার জন্য নয়। 😆😆