এক মহিলা নিয়মিত নামাজ পড়তো নামাজের সময় সবকিছু সঠিকভাবে আদায় করলে ও যখন সালাম ফেরাতে যায় তখনই ঘটে বিপত্তি কারণ তার সালাম ফেরাতে গিয়ে ওয়ারাহমাতুল্লাহ বলতে হয় স্বামীর নামও ওয়া রাহমাতুল্লাহ স্বামীর নাম মুখে আন নিষেধ তাই বেচারী এক নতুন কৌশল আবিষ্কার করল সালাম ফেরাতে গিয়ে বলতো আসসালামুয়ালাইকুম আংগো ঘরের হে আসসালামুয়ালাইকুম হে সত্যি বেচারই খুব অসহায় ছিল স্বামীর নাম মুখে আনা যাবে না পাপ হবে তাই নতুন কুসংস্কার আবিষ্কার করল মহিলা এরাই আগামী দিনে দুনিয়া ধ্বংস করবে
এই গল্পের কুসংস্কার উপহাস সমাজের মধ্যে আজ অনেক কুসংস্কারের প্রচলিত আছে যেমন দেবরের নাম মুখে নেওয়া যায় না স্বামীর নাম মুখে উচ্চারণ করা ঠিক না আসরের পরে খানা খাওয়া ঠিক না রাত্রে জুতা পানি বাইরে ফেলা ঠিক না আরো কত কি এগুলা পরিহার করা ঈমানী দায়িত্ব আমাদের সকল মুসলমানদের প্রতি আমার একটা আবদার সবাই এ সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকুন ভালো থাকবেন সবাই।
MD Jahangir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
MD Jahangir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?