একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
'বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট!'
এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল। আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!!
বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার। সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হল। জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে। কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল। কোথাও কিশোর গ্যাং তৈরী হল।
তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল -
'আরে, এই জেনারেশনটা এমন যাচ্ছেতাই কেন!'

Mohammad Minar
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?