48 di ·Menerjemahkan

থাক রেখে দেন মাছ। নিবো না। শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম।
- ক্যান মামা মাছ মাপলাম, দরদাম করলেন এখন আবার নিবেন না ক্যান?
বললাম, দশ টাকা কম আছে।
- আহ মামা কন কী! শর্ট যখন আছেই তখনতো আর আপনার দোষ নাই। নেন মাছটা নেন। অন্যদিন দেখা হলে দিয়ে দিয়েন আর নাইলে দাবি নাই।

মাছ নিয়ে বাসায় ফিরলাম।

বাসের সুপারভাইজারের এক কথা- ভাড়া পনের টাকার এক টাকাও কম না কিন্ত। এইটা গেটলক বাস মামা।

বললাম, পাঁচ টাকা শর্ট আছে।
বেজায় কড়া সুপারভাইজার মুহূর্তেই গলে গিয়ে বলল- তাইলে আর কী করার, উঠেন মামা। ভাড়া লাগবো না।

ফলফলাদির দোকানে। মামা একটা আমলকি টেস্ট করে দেখি! কিনতে পারবো না কিন্তু।

- আরে মামা খাইবেনই তো। খান খান। কেনা লাগবো না। বলেই বেচারা একটা সুন্দর দেখে আমলকি শুধু বেছেই দিলো না বরং ঘাড়ে ঝুলানো গামছা দিয়ে আবার মুছেও দিল।

এই যে চারটা উদাহরণ দিলাম, এগুলোই হয় আমার, আপনার আশেপাশে অহরহ। এখানে এক পক্ষ লাভের আশার চেয়ে মানবিক দিকটাকেই বেশি গুরুত্ব দেয়।

এগুলো মার্কেটিং বা অবুস্তগত ইনভেস্টমেন্ট নয়। শ্রেফ মানবিকতা।

এই মানবিকতা যতোদিন, ততোদিন কিছু হলেও সুখ সুখ ভাব লাগবে উভয়ের মনে। কিন্তু দিন বদলাচ্ছে দ্রুত গতিতে। আমরা চরম ''উন্নতি'' করছি।

কোনো চেইন শপে গেলেন। অনেক পছন্দের একটা জিনিস নিলেন। দাম দেয়ার সময় যদি এক টাকাও কম হয় আপনি নিতে পারবেন না। মেশিন পিক পিক আওয়াজ করবে । আপনাকে সেখানে কেউ ছাড় দেবে না। দেবেই বা কেন! ওখানে যারা আছে সবাইতো চাকরিজীবী।

তাদের পকেট থেকে গচ্ছা যাবে যে। প্রযুক্তি এমনই। হিসাব নিকাশে ভুল যেন নাহয় তাই নানান রকম বার কোড, ভ্যালু কোড বসানো হয়েছে। খাপে খাপ মিলতে হবে। কোড ছাড়া ক্যাশের ড্রয়ার খুলে না।

মামা, ভালো দেইখা দিয়েন কিন্তু, কিম্বা আরে মামা দুইডা খাইয়া টেস্ট কইরা লন এমনটা বলার সুযোগ নেই।

যুগটা এমনই হয়েছে। ভালোবাসাহীন, বিবেকহীন মেশিনের সাথে আমাদের বসবাস বাড়ছে। দুনিয়া আগাচ্ছে, আমরা আস্তে আস্তে ভালোবাসাহীন হয়ে পড়ছি।

আমলকি মুখে দেয়া দূরের কথা, হাতে নেয়ার সঙ্গে সঙ্গে কোনো একদিন রোবট বিক্রেতা আপনার হাত চেপে ধরবে- বলবে, ব্যাটা হাত দিছস ক্যান? কুইক দশ টাকা লোড মার। নইলে বের হবার গেট পাস পাবি না...

8 jam ·Menerjemahkan
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
9 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

11 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

11 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

11 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।