9 di ·Menerjemahkan

"একটি বিকেলের রোদ যেন বলে যায়, জীবনের প্রতিটি ক্ষণেই কিছু আলো লুকিয়ে থাকে। হারিয়ে যাওয়া দিনের ভাঁজে, জমে থাকা কথাগুলো হঠাৎ হাওয়া হয়ে আসে। সময় থেমে থাকে না, কিন্তু কিছু অনুভূতি সময়ের সীমানা পেরিয়ে কবিতা হয়ে যায়।"