9 w ·Translate

#জীবনে যা চেয়েছিলাম, তার কিছুই পাওয়া হলো না। সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু—নিজের স্বকীয়তা, সুখ, শান্তি, স্বপ্ন, সবকিছু। ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি, দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে।😭😭

শেষ পর্যন্ত, যখন কোনো চাওয়া আর পূরণ হয় না, যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়ারও কিছু বাকি থাকে না। 😭😭