চালাক কাক আর অলস সিংহ
বনের রাজা ছিল এক সিংহ, নাম তার বাহাদুর। একসময় সে খুব শক্তিশালী ছিল, শিকার করে খেতো, গর্জনেই বনের পশুপাখিরা কাঁপতো। কিন্তু সময়ের সাথে সে হয়ে পড়েছিল অলস। এখন আর নিজে শিকার করত না, বরং হুকুম দিতো—“তোমরা আমাকে খেতে দেবে, নয়তো আমি রাগে সবাইকে খেয়ে ফেলবো!”
সব পশু ভয় পেয়ে পালাক্রমে খাবার জোগাতো। কিন্তু একদিন বনে এলো এক চালাক কাক, নাম তার কালু। সে বললো, “আমি রাজাকে একেবারে রাজকীয় খাবার এনে দেবো, কিন্তু আমাকে তিনদিন সময় দিতে হবে।”
সিংহ রাজি হলো। কাক উড়ে বেড়ালো তিনদিন ধরে, নানা জায়গা ঘুরে সবার সঙ্গে কথা বললো।
তিন দিন পর সে এল এক খালি হাঁড়ি নিয়ে। সিংহ জিজ্ঞেস করলো, “খাবার কই?”
কাক বললো, “এই হাঁড়িতে আছে সবচেয়ে মূল্যবান খাবার—বুদ্ধির রান্না!”
সিংহ গর্জে উঠলো, “তুমি আমায় বোকা বানাচ্ছো?”
কাক হেসে বললো, “না রাজামশাই, আমি আপনাকে জানাতে এসেছি—আপনি যদি এভাবে থাকেন, একদিন খাবার তো দূরের কথা, কেউ আপনার নামেও ভয় পাবে না।”
সিংহ থমকে গেলো। কাক আবার বললো, “রাজা মানে শুধু গর্জন নয়, আদর্শও। আপনি যদি নিজের শিকার নিজে না করেন, তবে আপনি আর রাজা থাকবেন না, শুধু একটা অলস বুড়ো সিংহ হয়ে পড়বেন।”
সিংহ চুপ করে গেলো। পরদিন সে নিজে শিকার করতে বের হলো। আর কাক? সে হয়ে উঠলো সিংহের উপদেষ্টা।
এই কিস্সা শেখায়—ক্ষমতা থাকলেই নেতা হওয়া যায় না; আদর্শ না থাকলে, গর্জন একদিন থেমেই যায়।
#sifat10