9 w ·Traduire

দোয়াটি সাতবার পাঠ করিয়া প্রতিবার সূতায় ফুঁক দিবে। দোয়া এই-

بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ - فَيُوشِ مَقْسٍ رَحْمَشٍ مِيعَاشِ شَاقِيشِ مَاشٍ أَبُوشٍ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّحِمِينَ -

উচ্চারণঃ- ক্বায়ুশিন মাকুশিন রাজমাশিন মিআশিন শাক্বিছিন মাশিন্ আবুশিন, বিরাহমাতিকা ইয়া আর হামার রাহিমীন।

ইহার পর পূর্বের মত সুতাটি রোগীর কপাল হইতে পায়ের বৃদ্ধাঙ্গুলীর মাথা পর্যন্ত মাপ দিবে। যদি উক্ত সূতা এক আঙ্গুল কম হয় তবে মনে করিতে হইবে যে, রোগীর উপর দানবের আছর আছে। যদি দুই আঙ্গুল কম হয় তবে বুঝিতে হইবে যে, তাহার উপর জ্বিনের আছর আছে। আর তিন আঙ্গুল কম হইলে মনে করিতে হইবে যে, তাহার উপর যাদু টোনা করা হইয়াছে। আর চার আঙ্গুল কম হইলে বুঝিতে হইবে যে উনমুচ্ছিবিয়ান হইয়াছে। যদি উক্ত সূতা এক আঙ্গুল বর্দ্ধিত হয় তবে বুঝিতে হইবে তাহার উপর বদ নজর বা মুখ দোষ লাগিয়াছে। দুই আঙ্গুল কম হইলে বুঝিতে হইবে যে, ভূত প্রেতের আছর হইয়াছে। তিন আঙ্গুল

2025/05/25 074

Enter text