9 में ·अनुवाद करना

ধন সম্পদ, রুজি বৃদ্ধি, ব্যবসায় উন্নতি, অভাব মোচন ও ঋণমুক্তির আমল ও তদবীর, রোগীর অবস্থা ও রোগ চিনিবার তদবীর

যে কোন রোগীর কিংবা জ্বিনে পাওয়া ব্যক্তির অবস্থা জানার প্রয়োজন হইলে, সেই রোগীর কপালের চুলের গোড়া হইতে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলীর মাথার নখ পর্যন্ত নীল রংয়ের সাতটী সূতা দ্বারা মাপ দিবে। তারপর উক্ত সূতার উপর একবার দুরূদ শরীফ, সাতবার সূরা ফাতেহা ও একবার আয়াতুল কুরছী পাঠ করিয়া প্রতিবারে দম করিবে। ইহার পর নিম্নোক্ত দোয়াটি সাতবার পাঠ করিয়া প্রতিবার সূতায় ফুঁক দিবে। দোয়া এই-

بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ - فَيُوشِ مَقْسٍ رَحْمَشٍ مِيعَاشِ شَاقِيشِ مَاشٍ أَبُوشٍ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّحِمِينَ -

উচ্চারণঃ- ক্বায়ুশিন মাকুশিন রাজমাশিন মিআশিন শাক্বিছিন মাশিন্ আবুশিন, বিরাহমাতিকা ইয়া আর হামার রাহিমীন।

ইহার পর পূর্বের মত সুতাটি রোগীর কপাল হইতে পায়ের বৃদ্ধাঙ্গুলীর