9 में ·अनुवाद करना

কাছে যেন বলতে শুনেছিল কালো জাদুতে আক্রান্ত হলে মানুষ এমন হয়। সামিয়া বিশ্বাস করে না। তার ধারণা কালো জাদু বলে কিছু নেই। রাফান তাকে ভালোবেসে, সেও বাফানকে প্রচণ্ড রকম ভালোবাসে এবং ভালোবাসা থেকেই তাদের এই পরিবার-পরিজন ত্যাগ করার মতো কঠিন সিদ্ধান্ত।

পাঁচ।

সামিয়া ব্যাগ গুছিয়ে আকাশের দিয়ে তাকিয়ে আছে। তার মায়া হচ্ছে। এ দেশ তার জন্মভূমি। একটু সুখের জন্য, ভালোবাসার জন্য ছেড়ে যাবে। শেষবারের মতো যেন দেখে নিচ্ছে। এমন সময় রাহুল রুমে প্রবেশ করল। সামিয়ার কাঁধে হাত রেখে বলল- 'এত চিন্তা কীসের? আমি যাচ্ছি তো সঙ্গে।'

সামিয়া পাশ ফিরে জড়িয়ে ধরে রাহুলকে। তার চোখে পানি চলে আসে। ধরে আসা গলায় রাহুলকে জিজ্ঞেস করে 'এভাবে ভালোবাসবে তো সব সময়?

রাহুল অভয় দেয় সামিয়াকে। সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি। সামিয়া বিনা বাক্যব্যায়ে মেনে নেয়। মনেপ্রাণে বিশ্বাস করে নেয় রাহুলের সকল প্রতিশ্রুতি।