Rezowan12  поделился  Заметка
9 ш

মন আকাশে বৃষ্টি আসে, রোদ্র মেঘের জুটি
আজ নতুন আলোয় আঁধার কলোর খুনসুটি
ঝড়ের বেশে এলোকেশে
কাজল সে চোখ দুটি
দিলো কঠিন কথার বিষণ্ণতার ছুটি
তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি
হাজার বারণ আর অকারণ
তবু সে দ্বারেই আসি।।

image