হাওয়ার খোঁজে
আকাশ শহরের একাকী ছেলেটা, নাম আরিফ। ছোটবেলা থেকে সে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি ছিল—বয়স বাড়লেও তার পায়ে হাঁটা হয়নি, কেবল বসে থাকত জানালার পাশে। বাইরে মুক্ত বাতাস, খেলাধুলার স্বপ্ন, সব যেন তার থেকে দূরে।
তিন বছর ধরে মা বাবার যত্নে সে কাটায় দিন। আরিফের চোখে শুধু জানালার বাইরে ঝরা পাতা, রোদের নরম আলো, আর দূরে হেঁটে চলা মানুষের ছায়া। সে শুনত বৃষ্টির শব্দ, পাখির গান, কিন্তু নিজে কখনো অনুভব করতে পারেনি।
একদিন মা তার জন্য একটা পুরোনো পাখির ঘর কিনে আনেন। ছোট্ট পাখিটা আরিফের কাঁধে এসে বসে। পাখির ছোট্ট ডানা নাড়ানো দেখে আরিফের মুখে হাসি ফুটে ওঠে।
মা আরিফকে বলেন, “হাওয়া তো আমাদের ভিতরেই আছে, ছেলেটা। তুমি যদি চোখ বন্ধ করো আর মন খুলে দাও, তোমার হৃদয়েই খুঁজে পাবে মুক্তির গন্ধ।”
সেই রাত আরিফ তার কল্পনায় উড়ে চলে যায় মুক্ত আকাশে। সে অনুভব করে পাখির মতো ডানা, আর তার মন ভরে ওঠে আশা আর স্বপ্নে।
দিনের পর দিন, আরিফ জানালার পাশে বসে থাকলেও তার মনে মুক্ত হাওয়ার গানে সাড়া বাজে।
#sifat10