9 i ·Oversætte

হারানো দিনের পায়রা

শহরের মাঝখানে ছিল ছোট্ট একটা পার্ক। পার্কের এক কোণে পায়রা ছিল, নাম ছিল মিঠু। মিঠু ছিল অনেকদিন ধরে ওই পার্কে বসবাসকারী পায়রা, যাকে সবাই ভালোবাসত। ছোট বড় সবাই তাকে দেখলে খুশি হতো।

একদিন হঠাৎ পার্কে নতুন নির্মাণ কাজ শুরু হলো। মিঠুর বসবাসের জায়গাটা ধ্বংস হওয়ার শঙ্কা হলো। পায়রাটি ঘরছাড়া হয়ে পড়ল। সবাই চিন্তিত হয়ে পড়ল, কিন্তু মিঠু তার আশা হারায়নি।

একদিন বাচ্চারা পার্কে জড়ো হলো, মিঠুকে নতুন ঘর দিতে। তারা কাঠ, পাতা দিয়ে ছোট্ট একটা আস্তানা বানালো। মিঠু আবার ফিরে এলো পার্কে, উড়ে বেড়াতে লাগলো।

শহরের ছোট্ট এই গল্পটা সবার মনে ভালোবাসার জায়গা তৈরি করল। হারানো কিছু ফিরে পাওয়ার আনন্দটাই আসল জীবনের সুর।

#sifat10